রাঙামাটিতে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী পর্যটন মেলা। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। রাঙামাটি জেলা প্রশাসন, পর্যটন কর্পোরেশন ও হোটেল ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি প্রেসক্লাব গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে রাঙামাটি শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়ামের মাঠে টানা দু'সপ্তাহ ব্যাপী রাঙামাটি পর্যটন মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার, এমপি। এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আখলাকুর রহমান, হোটেল-মোটেল ব্যবসায়ি সমিতির সভাপতি আবু বক্কর, যুগ্ম সম্পাদক আবু নাছের প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া মেলা চলাকালীন সময়ে পর্যটকদের সুবিধাতে আবাসিক হোটেল মালিক সমিতির পক্ষ থেকে ২০ শতাংশ, বোট মালিক সমিতির পক্ষ থেকে ভ্রমণের ক্ষেত্রে ২০ থেকে ৪০ শতাংশ ছাড় এবং সিএনজি অটোরিক্সা পক্ষ থেকে ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। তাছাড়া এই মেলায় অংশ হিসেবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, বলিখেলা ও মৃত্যুকূপে মোটর রেসের আয়োজন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।