হরতালের প্রথম দিনে দু'টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাঙামাটিতে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে আজ সকালে কাউখালী উপজেলায় হরতাল চলাকালে হরতালকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় বেলাল হোসেন নামে ১জনকে আটক করে পুলিশ ।
অন্যদিকে রাঙামাটি জেলার প্রত্যন্ত বাঘাইছড়ি উপজেলায় হরতালকারীদের হামলায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম আহত হয়। তাকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উভয় দলের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এছাড়া রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। শহরে কলেজ গেইট এলাকায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা, ভেদ ভেদী ও মানিকছড়িএলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।
তাছাড়া রাঙামাটি শহরসহ ৯ উপজেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে দোকানপাট বন্ধ ছিল। সড়ক ও নৌপথে কোন যানবাহন চলাচল করেনি।
আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।