রাঙামাটিতে পুলিশের গাড়ির সাথে সিএনজির মুখমুখি সংর্ঘষে সুজন মল্লিক (২০) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে সিএনজি চালক মো. রেজা উল করিম।
আজ দুপুর দেড়টার দিকে শহরের পুলিশ লাইন এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় পুলিশের গাড়ির সাথে সিএনজির মুখমুখি সংর্ঘষে ঘটনা ঘটে। এসময় সিএনজিতে থাকা সুজন মল্লিক ও চালক মো. রেজা উল করিম গুরুত্বর অহত হয়।
ঘটনাস্থল থেকে আহতদের পুলিশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার সুজন মল্লিককে মৃত বলে ঘোষনা করে। আহত রেজাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ এঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।