আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে আওয়ামীলীগের হরতাল চলছে

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ত্রীদিব কান্তি দাশকে অপহরনের প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের ডাকে নানিয়ারচর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে ।

আজ রবিবার ভোর ৬টা থেকে হরতালের কারণে উপজেলার সকল দোকান পাঠ বন্ধ রয়েছে। সড়ক ও নৌ পথে কোন প্রকার যান চলাচল করছে না। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।শনিবার বিকালে রাঙামাটি শহরে আয়োজী জাতীয় সমবায় দিবসের কর্মসূচী শেষ করে ছোট ভাই রাজিব দাশ ও মোটরসাইকেল চালক মামুনসহ বাড়ি ফেরার পথে অপহরণ হয় ত্রিদীব কান্তি দাশ। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় বলে জানা যায়। তবে কি কারণে তাকে তুলে নিয়ে গেছে তার সঠিক কোন তথ্য জানা যায়নি।

এই অপহরণের ঘটনার জন্য  পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করে, ত্রিদিব কান্তি দাশের মুক্তির দাবিতে ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠনগুলো।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.