আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটিতে কাল সকাল সন্ধ্যা-হরতাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চেৌধুরীর ফাঁসির আদেশের রায় দেওয়ার প্রতিবাদে রাঙামাটিতে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনগুলো।
 
আজ বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ এক প্রেস বিজ্ঞপ্তি জানান, আমাদের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে সর্বসম্মতিক্রমে আলোচনা করে এই হরতালের সদ্ধিান্ত নেওয়া হয়েছে।
 
এদিকে হরতাল সর্বাত্মকভাবে পালনের লক্ষ্যে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকেও বসেন নেতাকর্মী। বৈঠক শেষে বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে।
 
রাঙামাটি পেৌরসভার মেয়র ও পেৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম চেৌধুরী ভূট্টো ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়ে সমাবেশে মিলিত হয়।
 
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ও জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদত্ মোঃ সায়েম। এদিকে সালাউদ্দিন কাদের চেৌধুরীর বিরুদ্ধে রায়ের আগে থেকেই রাঙামাটি শহরের গুরুত্বপূর্ন পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক।
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.