২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রবিবার মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করেছে।
আর ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে করা পুরনো হিসাবে গত অর্থবছর গড় মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭ শতাশংশে।
গত অর্থবছরের বাজেটে এই হার ৭ দশমিক ৫ শতাংশে (পুরনো হিসাবে) বেঁধে রাখার লক্ষ্য ঠিক করেছিল সরকার।
এর আগে ২০১১-১২ অর্থবছর নতুন হিসাবে (২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) গড়ে ৮ শতাংশ ৬৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। আর পুরনো হিসাবে এই হার ছিল ১০ দশমিক ৬২ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন, চলতি জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছর থেকে পুরনো হিসাবে (১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে) মূল্যস্ফীতির তথ্য আর প্রকাশ করা হবে না।
“এখন আমরা আর পুরনো হিসাবে মূল্যস্ফীতির কোনো তথ্য প্রকাশ করব না। নতুন হিসাবে, অর্থাৎ ২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরেই তথ্য প্রকাশ করব।
গতবছর জুলাইয়ে পরিসংখ্যান ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়।
এরপর থেকে ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি আগের মতো ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির হিসাবও প্রকাশ করা হচ্ছিল।
বিবিএস মহাপরিচালক জানান, বছরের গড় মূল্যস্ফীতি কমে এলেও অর্থবছরের শেষ মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে।
নতুন হিসাবে জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ, যা মে মাসে ৭ দশমিক ৯৮ শতাংশ ছিল।
আর পুরনো হিসাবে এই হার মে মাসের ৭ দশমিক ৮৬ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৯৭ শতাংশ হয়েছে।
জুনে নতুন হিসাবে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, মে মাসে যা ৮ দশমিক ১৩ শতাংশ ছিল।
আর পুরনো হিসাবে খাদ্য মূল্যস্ফীতি মে মাসের ৮ দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ৫৩ শতাংশ হয়েছে।
খাদ্য বহির্ভূত খাতে নতুন হিসাবে জুনে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ, যা মে মাসে ৭ দশমিক ৭৬ শতাংশ ছিল।
আর পুরনো হিসাবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি মে মাসের ৬ দশমিক ৯৩ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৯৯ শতাংশ হয়েছে।
মোস্তফা কামাল বলেন, চাল, আটা, মাছ, সব্জি, মসলা ও দুধের মূল্য বৃদ্ধির কারণে মের তুলনায় জুন মাসে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে
এছাড়া পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালীর সামগ্রী, পরিবহন, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন সেবার দামও সামান্য বেড়েছে বলে জানান তিনি।
জুলাইয়ে শুরু হওয়া ২০১৩-১৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।