আমাদের কথা খুঁজে নিন

   

ভারত ভ্রমন

দ্বিতীয় পর্ব কালিমপং দারজিলীং থেকে কালিমপংএ যেতে সময় লাগে ৪-৫ ঘন্টা [গাড়িতে]। সেখানটাতেও সেই একই রুপ। সাদা সাদা মেঘগুলো খেলা করছে আমাদের সাথে, কখনো সে দূরে, কখনো বা কাছে, কালিমপং প্রাকৃতিক দৃশ্যের দিক দিয়ে দারজিলীংএর চেয়েও সুন্দর। তবে এখন দারজিলীংএ বরফ পরার সময়। যাই হোক, আল্লাহর সৃষ্টি কতখানি সুন্দর হতে পার,তা নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না।

সেখানে ডোকার সাথে সাথেই আনন্দে মন ভরে গেল, নিজেকে বিশ্বাস হচ্ছে না যে 'আমি জিবীত না মৃত'। এত রুপ,এত গুন,বিশ্বাস হবার নয়। আমি খুব সৌভাগ্যবান যে আল্লহ রাব্বুল আলামিন আমাকে এই রুপ দেখার সুযোগ করে দিয়েছেন। ছবি ছাইস বড় বলে পোষ্ট করতে পারিনি। আজ তাড়া আছে,এখন সমাপ্তি টানছি।

যারা ওখানে ঘুরতে যাবেন তাদের জন্য বলছি---হোটেল ভাড়া সর্বনিন্ম -১৫০০রুপি [এক দিনের জন্য]। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.