আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ব্লগ আইকন

এই ব্লগের প্রেমে পরেই অ্যাকাউন্ট টা ওপেন করলাম, এরপর কি করব জানিনা। আজ গুগল ব্লগ এ কাজ করতে করতে একটা নতুন জিনিস খুজে পেলাম। এটা হয়ত অনেকের জানা, কিন্তু যারা আমার মতো নতুন তাদের জন্যই এই পোস্ট টা। আপনাদের অনেকেরই গুগল এ ব্লগ আছে । সেখানে URL icon টা থাকেএরকম কিন্তু এটা যদি নিজের মনের মতো একটা আইকন হোতো।

তাই আপনি নিজে এটা তইরি করে অ্যাড করে দিন। প্রথমে paint খুলে একটা ছোটো (1inch by 1inch) ইমেজ তইরি করেনিন এবার সেটা jpg format এ সেভ করেনিন। এবার ব্লগ খুলুন design এ যান সেখানে favicon edit ক্লিক করুন , এবার নতুন উইন্ডো তে browse click করে আপনার তৈরি ইমেজ টা upload করে সেভ করে দিন আপনার আইকন তৈরি , এবার একবার logout করে লগইন করুন দেখুন url এ আপনার ইমেজ টা দেখা যাচ্ছে। এটা খুবই ছোটো হবে তাই ভেবেচিন্তে ইমেজ টা বানাবেন ( নামের প্রথম অক্ষর)। আবার বলছি এই সাধারন ব্যাপারটা অনেকেই জানেন, শুধু তাদেরই জন্য এ পোষ্টটা যারা আমার মতো ব্লগ এ একদম নতুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.