আমাদের কথা খুঁজে নিন

   

ভারত ভ্রমন

এবারের পর্ব দারজিলীং দারজিলীং শহরটি সমতল ভূমী থেকে প্রায় 6710 ফিট উপরে। বলা চলে এটা একটা ছোটখাট বেহেস্থ রাজ্য। কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে সে কত সুন্দর। নিচ দিয়ে যখন মেঘ ভেষে বেরাবে, তখন কি মনে হবে। মনে হেব যেন উরছি মেঘের সাথে,মেঘ আমার সাথে খেলছে, কখন কাছে এসে বা দূরে গিয়ে।

এই সে কাছে, মানে গাঁর সাথে মিশে যাচ্ছে, আবার হঠাৎ উধায়ো। রাস্তা পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে উপরের দিকে, যেন মনে হচ্ছিলো আমরা বেহেস্তের দিকে যাচ্ছি এই রাস্তা ধরে। রাস্তার এক পাশে মেঘের ঠেউ,অন্য পাশে সবুজ আর হড়েক প্রজাতি ফুলের মিলন মেলা। এর ঠান্ডা পরিবেশ,ঠান্ডা হাওয়া,মনকে করে দিতে পারে একমুহুর্তের মধ্যে সতেজ এবং সাহিতীক। আজ এই পর্যন্ত।

আল্লাহহাফেস। আল্লাহ আপনাদের সহায় হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.