আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তুত হচ্ছে ইঞ্চন শহর (বর্ননা ও ছবি ব্লগ)

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না। গত ক'বছর ধরে সিঙ্গাপুর আর হংকং বিমান বন্দরকে পিছনে ফেলে 'ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দর' এক নম্বর স্থান দখল করেছে--যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা, নিরাপত্তা, হোটেল-মোটেল সুবিধা ইত্যাদি নানা মানদন্ডে। এই বিমান বন্দর থেকে একটু দূরে ইঞ্চন শহর। ইঞ্চন দক্ষিন কোরিয়ার বড় শহরগুলোর একটি।

২০১৪ সালে এশিয়ান গেমস হবে এখানে। তাই এ শহরকে সাজানোর কাজ চলছে অনেক আগে থেকেই। ক'দিন আগে গিয়েছিলাম ইঞ্চন শহরের বড় বেসরকারী বিশ্ববিদ্যালয় ইঞ্চন বিশ্ববিদ্যালয়ে। কিছু ছবি তুলেছি। আপনাদের সাথে শেয়ার করার জন্যে লেখা।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর গলিপথ ধরে অন্য বিল্ডিং এর দিকে সাজানো ক্যাম্পাস বহুভুজ আকৃতির কিছু একটা লাউ গাছ ওখানে অর্নামেন্টাল হিসেবে ব্যাবহার হয়। অনেক অনেক লাউ ধরেছিল। দেখতে বেশ লাগছিল বিশ্ববিদ্যালয়ের পানির ট্যাংক মনে হয় রাস্তায় হাঁটাহাঁটি করেছিলাম নতুন করে শহর বড় করা হচ্ছে--বড় বড় দালানও হচ্ছে দেখতে ছোট হলেও অনেক বড় দালান আকাশ কিছুটা মেঘলা ছিল ধান ক্ষেতের পাশে দালান চৌরাস্তার মোড় দেখতে ভালই লাগছিল সাবওয়ে স্টেশন ধরে আমরা ফিরে এসেছিলাম বাস ধরব বলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.