আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের বিশ বছর - এস, এম, রিক্তার হোসেন

একটি ত্রিমাত্রিক পাঠশালা বিরহের বিশ বছর এস, এম, রিক্তার হোসেন যে দিন কলিজা পোড়ানো ধোয়ায় বিমুগ্ধ করে ঘত কুয়াশায় নৌকা ঘাটে ঘটালে বিচ্ছেদ বিদায় যেদিন তোমার গর্ভের যে অস্তিত্বের দোহাই দিয়ে আমার স্বপ্নাকশে জালিয়েছো যন্ত্রণার নীল শিখা সে ভ্রুণ আজ অন্যায় মিছিলে প্রকম্পিত করছে বিচার শাসন রাজপথ বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গন এরই মাঝে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করেছে বিশবার মঙ্গলগ্রহে জন্মিয়েছে নয়টি ফসলের সুপ্ত কণা এরই মাঝে ধ্বংস করেছে ইরাক কাবুল আফগানিস্তান রাম লক্ষনকে প্রহসনে রাবন হেসেছে বিজয়ের হাসি তার মাঝেও বুকে জড়িয়েছে কত না সোনালী কাবিন রক্তাক্ত জরায়ুর তীব্র ব্যাথানন্দে প্রসব করেছে বাঙালি ললনার আকাংখার ধন আট কোটি সুসন্তান এ জীবনের বিশ বছরও শ্যাওলা জলে বিসর্জন দিলাম আমি চাই নতুন আর একটি জীবনও যেন বিচ্ছেদ যন্ত্রণা বঞ্চনা কষ্ট অবহেলায় না ঝড়ে তাইতো আঘাতে আঘাতে তীব্রঘাত করছি বিরহের পাশানে ফুটছে অগ্নিস্ফুলিঙ্গ যন্ত্রণার জগদ্দল নড়েনি এক বিন্দুও! সভাপতি কবিতা ক্লাব, সিরাজগঞ্জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।