আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের পদাবলী

আমি অবাক চোখে বিশ্ব দেখি, দৃশ্য সাজাই চোখের তারায়......

বাতাসগুলো ঝিমিয়ে আছে গাছের পাতায় মনটা কাঁদে তোর জন্য খুব হতাশায়। কোথায় গেলি কোন সে দূরে, পাই না তোরে তোর জন্য সারাটাক্ষণ হৃদয় পোড়ে। বুকের ভেতর ঘর বেঁধেছে খুব নিরাশা ঝাপসা চোখে তবু এখন তোরই আশা। স্বপ্ন দিয়ে স্বপ্ন বুনে প্রহর কাটে, মনের ভেতর নূপুর পায়ে কে গো হাঁটে? রিনিক ঝিনিক ছন্দে বুকে কাঁপন জাগে ঝলসে ওঠে জমাট দহন খুব আবেগে। প্রেম ছিলো না, মন ভরা তোর ছলনাতে এ হাত ছেড়ে হাত রেখেছিস অন্য হাতে। তবু তোকে রেখেছি এ হৃদয় কোণে কারণ কোন খাদ ছিলো না আমার মনে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।