আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের ছাই..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
আজ আর কিছুই বলার নেই আমার তোমাকে যা কিছু বলার ছিল তা বহু আগেই বলে দিয়েছি.. তুমি আবার এসেছ সে কথা নতুন করে শুনতে আবার এসেছ তুমি আমাকে কাঁদাতে..? যাও.. চলে যাও.. এখানে এসোনা আর কখনো কেমন আছি দেখতে এসেছ..? কেমন আর থাকব.. ভালই আছি.. তুমি চলে যাও.. নইলে এই ভাল থাকাও বেশিক্ষণ টিকবেনা আমি সুখে আছি দেখলে তোমারতো আবার সহ্য হয়না আমার সুখকে দুঃখে পরিণত করতে আবার এসেছ তুমি যাও চলে যাও চির ছলনাময়ী.. আর কখনো তোমার ছলনার আগুনে জ্বলতে চাইনা আমি অনেক হয়েছে.. এখন সব হারিয়ে আমি ভালই আছি.. একা আছি.. বেশ আছি.. তুমি চলে যাও.. চিরতরে চলে যাও.. আর কখনো এসো না.. .. একি, একি করলাম আমি যার জন্যে এতকাল বুকের জমিনে বড় বড় পাথর চেপে.. শত কষ্টের বিবর্ণ ধুসর চাদর গায়ে জড়িয়ে অপেক্ষায় কাটিয়েছি প্রতিটি প্রহর.. আজ তাকেই এভাবে চলে যেতে বললাম কি করে পারলাম আমি.. কি করে তাকে ফিরিয়ে দিলাম.. যার জন্যে এই জনম জনম প্রতিক্ষা.. তারেই আমি ফিরায়ে দিলাম হোক না তা ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে.. তবুওতো সে এসেছিল এই আমিই তাকে তাড়িয়ে দিলাম..? কি করে পারলাম এত পাষাণ হতে.. কি করে..?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।