আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের কবিতা

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

এক ঘড়ির কাঁটা এক সেকেন্ড নড়ছে আমি এক সেকেন্ডে মরে যাচ্ছি সূর্য উঠছে সূর্য ডুবছে আমি সারাটা দিন মরে যাচ্ছি প্রিয়তম, তুমি ছাড়া সকল কিছুই আমার মৃতু্যময়। দুই রাত নামে; নামে অন্ধকার যেন পৃথিবীর বিরাট গ্লাসে একটু একটু করে জমা হয় সুরা আমি সেই সুরা পার করে করে জেগে থাকি জাগা না-জাগার মাঝামাঝি মাতালের মতো আর পান করে চলি তোমাকে; আমি তোমার কোটি কোটি দেহ গিলে খেয়ে ফেলেছি যা উগলে দিতেও লেগে যাবে হাজার বছর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।