আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের বন্দনা



১।

আজ কথার মালা দিয়ে তোমায় গাঁথতে আসিনি
আসিনি মন ভুলানো হাসি দিয়ে মন জয় করতে
জয়ী আমি না তুমি তাই ভেবে সময় নষ্ট করিনা এখন
এখন আর ভেবে ভেবে রাত জাগিনা আমি,
আমি-তুমি , তুমি-আমি একসাথে চলা হবেনা কখনও
কখনও তোমার মুখোমুখি হতেও পারিনি
পারিনি তোমায় ফিরিয়ে আনতে আমার কাছে
কাছে ছিলে কিভাবে পারলে দূরে যেতে?
যেতে যেতে পথ ফুরিয়ে যাবে একদিন
একদিন বুঝবে তুমি, কত ভালবেসেছিলাম
ভালবেসেছিলাম তোমায় নিয়ে ঘর বাঁধার
বাঁধতে পারিনি তোমায় আমি আমার করে।


২।

কোথায় নেই তুমি?
মনের গভীরতায় মিশে আছ
চোখের গহীনে আছ,
পুব আকাশে যখন চাঁদ উঠে
তখনও টের পাই তোমার উপস্থিতি ।
কোথায় নেই তুমি?
দীর্ঘশ্বাসে তুমি আছ
সুখময় স্মৃতিতে তুমি আছ,
দক্ষিণা বাতাসে
তোমার দেয়া পারফিউমের ঘ্রান ভেসে আসে।


কোথায় নেই তুমি?
অন্ধকার রাতের বিষাদে
স্বপ্নের মাঝেও তুমি আছ
চোখের জলে তুমি আছ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
তোমারি কারনে
কোথায় নেই তুমি বলতে পারো?

৩।

কোথায় গেলে পাব ফিরে প্রান?
আমার সব সুখগুলো কেন নিয়ে গেলে তুমি?
কেন করে গেলে আমাকে পর?
তোমায় খুজে আমি আজ কেন দিশেহারা?
প্রজাপ্রতির ডানা আজ ভেঙ্গে গেছে
তাই সে উড়তে পারেনা
তুমি কি আমার ডানা ছিলে?
তুমি আমার কি ছিলে?
তোমার আঘাতে আঘাতে মনের ভেতরটা
অনেক রক্তাক্ত হয়েছে।
ক্রমশ সেই দাগ শুকিয়ে যাচ্ছে হয়ত।
আদৌ কি শুকায় সেই দাগ?
হায়রে পাষাণ হৃদয় তোমার!
একদিন কাঁদতে কাঁদতে দেখো
আমার চোখের জল ঠিকই শুকাবে
যেনো আমার হবে শেষ আর তোমার হবে শুরু।


৪।



হাত বাড়িয়ে আছি
তুমি কি হাত বাড়াবে না?
কাছে এসে ধরবেনা আমার হাত?
কত আহ্বান জানাই তোমায়
একটুও কি মন তোমার গলবে না?
কতটা হৃদয়হীন তুমি?
তুমি আস আর নাইবা আস
তুমি আমার পাশে সারাক্ষন থাকো
আমার জগৎ শুধুই তুমিময়।
 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।