আমাদের কথা খুঁজে নিন

   

বিরহের ছড়া

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে.. মন পুড়ে যায় মন পুড়ে যায় কোন দহনে বৃষ্টি নামে দুখে চিতার আগুন জ্বলতে থাকে মাটির গড়া বুকে। তোমার বুকে নিরব হাওয়া আমার বুকে ঢেউ কোন দহনে জ্বলছি দুজন কেউ জানেনা কেউ। ভালবাসা হয়যে কাটা ভালবাসার ঘরে চারটি চোখের বারেন্দাতে বৃষ্টি কেবল ঝরে। ধনের মানুষ নয়তো সখি মনের মানুষ বড়ো স্বপ্নগুলো বাঁচিয়ে নিতে নিজের মতো লড়ো।

অনুভূতির দুয়ার অনুভূতির সকল দুয়ার কে দিলো রে তালা তোর বিহনে বুক গহীনে পাচ্ছি ভীষণ জ্বালা। তুইও জ্বলিস মোমের মতো কান্না করিস রোজ দুটানা ঐ পথের মাঝে পথ করে যাস খোঁজ। তবে তবে তবে, তবে এটা জানা এমনো দিন আসবে ওরে করবেনা কেউ মানা অনুভূতির পাখি তখন উড়াল দিবে উড়াল তখনতো আর থাকবে নাগো ভালবাসার দেয়াল। নাচের পুতুল মনমাঝে মেঘ জমা গুড়গুড় ডাকে রোদজ্বলা দিন তবু মনমরা থাকে। ত্যাগ করে যাও যদি ভুলো নাই তবু এই আমি পারবোনা ভুলতে যে কবু।

দূর যাবা ক্যান তুমি বুকে নিয়ে কষ্ট করে দিবা স্বপ্নযে নিরববেই নষ্ট। নিয়ে যাও সুখ সব দিয়ে যাও কান্না চাই কিছু সুর আমি সুখের ঐ গান না। সুখী যদি হও তুমি ভুলে যাও তবে পরপারে দুজনার দেখা জান হবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।