মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর !
তুমি ছাড়া আরও একটি সন্ধ্যা,
বড় একা একা আমি,
সঙ্গী আমার পিসি।
হঠাৎ কারেন্ট ও যেন-
তোমার মত উধাও !
বিছানাতে গা এলিয়ে দিয়ে,
শুনছি ফোনে গান।
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু,
ছেড়ে যাইবা যদি?
কেন জানি চোখ দুটি-
ভারি হয়ে আসে আমার,
মরীচিকার মত তুমি-
আমার চোখের সামনে !
কখন যেন ঘুমিয়ে পড়েছি আমি,
এভাবে কেটে গেলো তোমায় ছাড়া-
আমার আরও একটি সন্ধ্যা। ।
- আরমান
২৯/০৯/২০১২
রাত ০১:৫২:১৫
----------------------------------------------------------------------------
আজকে মোহাম্মাদপুর গিয়েছিলাম ইন্টার এর সার্টিফিকেট তুলতে। তো সন্ধায় মোহাম্মাদপুর থেকে গুলশান আসছিলাম বিআরটিসি'র দোতালা বাসে করে। এমনিতেই রাতে কম ঘুমানোর কারনে ঘুম পাচ্ছিলো আর অনেক ক্লান্তও ছিলাম।
তো আমি গুলশান এক নম্বর নামবো বলে দোতালা থেকে সিঁড়ি বেয়ে নিচে আসতে আসতে পেছনের গেট লক হয়ে যায়। সিঁড়ি দিয়ে নামার সময়ই দেখেছিলাম সাদা ইউনিফর্ম পরিহিত কয়েকটা স্কুল বা কলেজের মেয়ে পথ ব্লক করে গল্প করছে। গেট লক হয়ে গেলে ভাবলাম যে আমি যেহেতু উত্তর বাড্ডা থাকি তাই উত্তর বাড্ডা ই নামবো। তো আমি যখন সিঁড়িতে দাঁড়িয়ে আছি তখন একটা মেয়ে এসে আমার গায়ের উপর পড়ছে বারবার। আমি চেষ্টা করলাম নিজের মান ইজ্জত বাঁচাতে আর মনে মনে ভাবলাম কি দিন আইলো রে!! এদের কি ঘরে বাপ ভাই নাই !!!
তখন আমার মত এক লোক নামতে না পেরে বলতেছে যে বাংলাদেশে বাসও ডিজিটাল হয়া গেছে।
অটো গেট লক হয়া যায়। আমিও তার সাথে তাল মিলিয়ে বললাম যে "হুম ! শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ !" তখন ওই মাইয়া আমারে উদ্দেশ্য কইরা বলে " ইসস! কবর থিকা জিয়া উইঠা আইছে!"
আমি তো শুইনাই টাস্কিত এমনিতেই ক্লান্ত ছিলাম আর আমি মাইয়াগো লগে গেজাইতে পছন্দ করি না। খালি মনে মনে কইলাম "হ জিয়া'র জন্য যেমন আজকে একজন অশিক্ষিত বিধবা দেশের প্রধানমন্ত্রী হইতে পারছে, ঠিক তেমনি আমার জন্য আজকে তোমার মত বিধবা'র (সাদা ইউনিফর্ম তাই বিধবা বলিলাম ) মান-ইজ্জত রক্ষা হইছে। আমার মেজাজ ঠিক থাকলে তোমারে আজকে এমন কথা কইতাম যে নিজের বাপের লগে কথা কওনের সময়ও ১০০ বার ভাইবা কথা কইতা"
---------------------------------------------------------------------------
ব্যাপার টা নিয়া খুবই মেজাজ খারাপ হয়েছিল। তাই শেয়ার করলাম।
আর একটা কথা আমার উপরের কথাগুলো কোন মেয়েকে বা কোন দলকে খাটো করার জন্য না। আমি কোন দলের না, আমি আমার নিজের, আমার দেশের!
----------------------------------------------------------------------------
সবাইকে ঈদ-উল-আযহা'র আর শারদীয় দুর্গা পুজা'র অগ্রিম শুভেচ্ছা। ঈদের আগে এটাই আমার শেষ পোস্ট। সবাইকে ঈদ মুবারক। ঈদের পর আবার দেখা হবে।
ইনশাআল্লাহ্।
---------------------------------------------------------------------------- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।