আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?
ঝরে পড়া গোলাপের বিষন্ন পাপড়ি আর
মেঘে ঢাকা আকাশের নীলাভ বেদনা,
চাঁদের আলোয় সোনাঝরা দুঃখ আর
প্রকৃতি জুড়ে আঁধার রাতের কান্না।
হারানো প্রেমের অযথা সন্ধান
হৃদয় ঘরে বিরহের অরন্য রোদন,
শেষ বিকেলের রক্তিম মেঘ জুড়ে যেন
বিরহ সিঁদুরের আঁকা ফুল চন্দন।
স্নিগ্ধ ভোরের প্রথম আলোতে
নতুন স্বপ্ন শুরুর দৃঢ় প্রত্যয়,
বেলা শেষে অপ্রাপ্তির ভগ্ন অন্তরাতে
কল্পনার নদীতে দ্রুত যৌবন ক্ষয়।
হতাশায় মৌন আবেগের ছন্দ পতনে
নিজস্ব আকাশ জুড়ে বজ্রের আর্তনাদ,
একাকীত্বের মরুময় অসহায়ত্বের দরুন
আবেগের সাথে বিবেকের যৌক্তিক বিবাদ।
সমাসন্ন বসন্তের কৃষ্ণচূড়ায়
হৃদয়ের রক্ত ক্ষরনে অগ্নীরুপ নীলিমা,
আষাঢ়ের উদ্ভুত মেঘের আনাগোনায়
অবসন্ন অস্তিত্বে পরাজয় কালিমা।
শিরোনামহীন অসংলগ্ন চিন্তা-চেতনা
অনুভুতিহীন মুহুর্তগুলোয় মাতাল অনুভব,
নিস্তব্দ হতবাক উদাস দৃষ্টি জুড়ে
প্রচ্ছন্ন বিরহের অনবদ্য অবয়ব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।