আমাদের কথা খুঁজে নিন

   

অবলা নারী ‘আ........’ করলো কেন?

এখনই, নয়তো কখনই নয়...। কোন এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কোন এক আমেরিকা ফেরত শিক্ষক ক্লাস নিচ্ছিলেন ম্যানেজমেন্টের। বইয়ের রসকসহীন তাত্ত্বিক বিষয়গুলোর সাথে বাস্তব জীবনের টক ঝাল মিষ্টি মেশানো ওনার লেকচার মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম। কথা হচ্ছিল ম্যানেজমেন্ট স্টাইল নিয়ে। এক পর্যায়ে উনি বললেন যে আমেরিকান লাইন ম্যানেজার বা সুপারভাইজদের যদি আলাদা রুম থেকে থাকে তবে সে রুমের দরজাটা ওনারা সবসময়ই খোলা রাখেন। বিষয়টা মাথায় ঢুকলো না। কি জানি হয়তো যে দেশের যে কালচার কিংবা প্র্যাকটিস সেই কারনেই। আমাদের এই বাংলাদেশে ম্যানেজারের রুম মানেই খুবই সংরক্ষিত এলাকা, আবহটাই অন্যরকম, কনজারভেটিভ এবং সেখানে যে দরজা বন্ধ থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক আমাদের কেন কেন রবের উত্তরে উনি বললেন, “দেখো আমেরিকায় যৌন নিপীড়ন কিন্তু খুব সিরিয়াস একটা অফেন্স। দরজা বন্ধ কোন ম্যানেজারের রুমের ভেতর থেকে যদি কোন এলোকেশী, অবিন্যাস্ত পোষাকের রমনী চিৎকার করে ছুটে বেরিয়ে আসে তখন ঐ ম্যানজেরজীর কি হবে? সে যৌন নিপীড়ন করুক আর নাই করুক? একটা চিন্তাই তখন আসে পাশের মানুষের মনে ঘুরপাক খাবে তা হলোঃ অবলা নারী 'আ............' করলো কেন?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।