ঊষার ভোরে আসে না ছুটে চরণে নাই নূপুর ,
শৈলের চুড়ে মেলে না দেখা কাঁকনে সুর বিধুর।
গাঙের তীরে বসে না একা পিছনে ছোটে কুকুর,
কোথায় নারী যাবে সে আজ সামনে আছে অসুর।
উদলা দুপুরে উঁইধরা মনে উঁকি দেয় উন্মনা।
উথলা দরিয়া বক্ষে ধরে সুর তুলে খঞ্জনা।
কলসি কাঁখে আসমান পানে খুঁজে ফিরে সান্তনা।
অবলা বলে রমণীরা কেন এত পায় বঞ্চনা?
সাঁঝের পবনে বাতায়ন পাশে করে শত নিবেদন,
জোনাক আলোয় আউলানো কেশে চেপে যায় কান্দন।
অদূরে পিশাচ কলস্বনে ডাকে দেহ করো সমর্পণ,
উদজ কামিনী অভিমান করে ছুঁড়ে দেয় দর্পণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।