আমি জানিনা, তোমার আকাশটা কেমন-
কোন তারা' আছে কী?
তবে আমার আকাশে শুধুই দুটি তারা'।
একটি 'অনিমেষ'- অন্যটি 'অপরিচিতা'।
সারাটি রাত্রি এই দুটি তারা'রই শুধু কথা হয়
তুমি কী জানতে চাও এই দুটি তারা'র মিলণ-এর গল্প?
তবে বলছি শোন-
আমার আকাশে থাকতো 'অপরিচিতা' নামের একটি তারা'
নিঃসঙ্গ অবস্থায় মিট-মিট করে জ্বলত।
হঠাৎ একদিন 'অনিমেষ' নামের একটি তারা' পথ ভুলে
চলে এলো আমার আকাশে।
দেখলো, 'অপরিচিতা' নামে একটি অপূর্ব তারা'কে।
'অপরিচিতা'ও দেখলো তার চোখে একটি অভিবাসী তারা'কে।
আলাপ হল দু'জনের...।
সেই থেকে ভালো-লাগা, তারপর ভালোবাসা'র অনুরণন'।
হয়তো এতোকাল ধরে দু'জন দু'জনের প্রতীক্ষায় ছিলো...
তাই আর ফিরে গেলোনা 'অনিমেষ'।
সব সময়ের সঙ্গি হয়ে তার-আলোয়,' আলোকিত করে রাখলো 'অপরিচিতা'কে।
তারপর থেকে 'অপরিচিতা' হয়ে গেলো আরও 'অপ্সরি'।
এখন সে আর মিটমিট করে জ্বলে না-
সে জ্বলে, জ্বল-জ্বল ক'রে.........!!!!!!!!!
পাদটীকাঃ কাল লিখবো ভেবেছিলাম। কিন্তু আর হয়ে ওঠেনি। তাই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আজ লিখবোই। তাই লিখলাম।
একটি সত্য ঘটনার পরিপ্রেক্ষীতে, ২০১০ এর এপ্রিলের শেষে লেখা।
"শুধু তোমাকেই"
আছি, ছিলাম, থাকবোইইইইইইইইই...............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।