যে লোকটি পাকবাহিনীর গুলিতে আহত হয়েছিল সে এখনো বেঁচে আছে ! রক্তাক্ত স্মৃতির সমস্ত এলাকা মনে পড়ে দমবদ্ধ অবস্থায় যে ঘূর্ণিপাক পাকবাহিনী তৈরি করেছিল তাতো অরণ্যসংকুল ! কূল হারায়নি তবুও সন্তাপবেদনা নিয়ে বুকচাপড়ানো কষ্টে জীবনীশক্তি নিয়ে বেঁচেছিল তার নাম অবলুপ্তি থেকে বেঁচে ওঠা ভগ্নস্তূপ থেকে বেঁচে ওঠা কালাপাহাড়ের গুহা থেকে বেঁচে ওঠা ! বেঁচে থাকা মানে নিজের পলিমাটিতে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের জলপ্রবাহে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের উতলধারায় বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের শস্যগোলায় বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের অস্তিত্বে স্পর্শ নিয়ে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের দিনপঞ্জিতে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের স্ফুরণ নিয়ে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের বৈভব-বৈচিত্র্য নিয়ে বেঁচে থাকা, বেঁচে থাকা মানে নিজের অমাবস্যার মধ্যে নিজের পূর্ণিমা নিয়ে বেঁচে থাকা। যে লোকটি আহত হয়েছিল সে দ্বিতীয়বার আর আহত হতে চায় না পাকবাহিনীর অনুসারী জল্লাদদের হাতে ! তাঁর উত্তরসূরীরাও আহত হতে চায় না প্রতিরোধের প্রভাতকিরণে সবসময়ে তারা রোদঝলমল হয়ে থাকতে চায় নিজের ভেতর সেই দীপশিখা অগ্নিপ্রভা হয়ে বেঁচে আছে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।