আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত বিবেক.........



পুরোন দিনের কিছু সৃত্মি হথাট ঘুর পাক খাচ্ছেমনের ভিতরে। নিজের প্রতি ঘৃনার তীব্রতা বারছে আর আপন সত্তার ভীত রুপ দুচোখ জুরে ভাসছে। এখন প্রস্নো জাগছে আমি কাপুরুষ না নিরীহ মানব...... প্রচলিত যুব সমাজ মতে আমি কাপুরুষ......কেননা আমি মারামারি করি না...আথাত। প্রতিবাদ করি না...। ।

র পুরোন লেখক বা সমাজ মতে আমি নিরীহ গোবেচেরা মানুষ...যে ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করে...। আমি নিজের সাথে দিন রাত যুদ্ধ করি...। । সত্ত্যিকারে আমি কি ?????????? এখন সহসা প্রমান করছি আমি সাহসি...। আমিও লোক জন মারতে পারি...।

। প্রতিবাদ করতে পারি......। কেবল একটুখানি কষ্ট হয় বিবেক নামের জড় পদার্থ টাকে বুঝাতে......। না পারতে ও ওকে বলি আমি সঠিক পথে আছি...। ইদানিং অনেক রকম কষ্ট সহ্য করতে হয় নির্বাক পদার্থ টাকে ...।

। কখন কখন কাদঁতে চাইলে ও দেইনা......। পুরুষ মানুষের নাকি কাদঁতে নাই......। । খনে খনে নির্লিপ্ত চোখে যখন চেয়ে থাকে আমার দিকে তখন খালি ভয় হয়......না জানি কখন আর সবার মত ও আমায় ত্যাগ করে.........সেচ্ছায় নেয় অনেক দূরে যেখানে আমার ছায়া নাই কোনোখানে.........।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।