আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসিত কবিতা



শব্দের স্তুপ থেকে সাজাই কাব্যের বাসর অথচ ; আমার জীবনটা কেন যেনো ছেঁড়া ফাটা লখিন্দরের ভেলার মতো ভেসে যাচ্ছে তো যাচ্ছেই ...... প্রতিদিন কাগজ নিয়ে নিজের শবদেহের পোট্রেট আঁকি হরিদ্রা দুপুরে মেঘাকে দেখাবো বলে কিন্তু , মেঘাতো এখন অন্ধ হৃদয়ে আমার এখন ক্ষতের চিহ্ন হারিয়ে গেছে সব কিছু সর্বগ্রাসী মেঘার জন্য শুধু শব্দের খামটা ছাড়া এখন আমার কবিতা জন্ম নেয় অজস্র শব্দের সঙ্গমে তবুও বাঁচার চেষ্টা করি মেঘার দেয়া বুকের ওমে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।