তোমার ভালবাসার স্রোতে ভাসব ভেবে -
রক্ত গোলাপ থেকে শাপলা হয়েছি,
তোমার গভীরে অবগাহন করবো ভেবে –
পাপড়ি থেকে লাল পদ্ম হয়েছি ।
অথচ কখনও দেবার কথা মনে হয়নি ।
যখনই মনে হয়েছে, তখনই দেখি –
আমি এক বৃন্তহীন ভাসমান পত্র ।
যার কোনও ক্ষমতা নেই কিছু দেবার -
যার কোনও ক্ষমতা নেই স্থির থাকবার –
যার কোনও ক্ষমতা নেই সবুজ থাকবার –
শুধু পতিত পিপড়ার ক্ষুদ্র আশ্রয় হবার,
একটা নির্বাসিত ইচ্ছা আছে ।
তোমার সমস্ত ভালবাসার রঙ গুলো –
যদি অমন কিছু পিপড়া হয় !
তবে আমি অমন রিক্ত –
বিবর্ন, ১০১ কোটি বৃন্তহীন পত্র হতে -
গভীর ও গোপনে নির্বাসিত হাজারো ইচ্ছা হবো ।
আমারতো স্বেচ্ছায় বৃন্তহীন পত্র হবারও –
এতটুকু ক্ষমতা নেই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।