নির্বাসিত রাত্রি
নির্বাসনে রাত্রি জাগি মেট্রো শহরে__তুমি বুঝি ঝিঝিঁপোকাদের ভীড়ে
জ্যোস্নার আলোয় ভিজে কামনাপ্রসূত মনে স্মরিছো প্রথম গোলাপদিন__
সবাই ভোজনোত্তর হাতের আঙুল আর প্লেটের পাত চেটে মুখ গুজেঁ দিয়েছে নীড়ে ;
তখন আমার অসহ্য রাত্রি __ ধুঁয়া ফুঁকছি খেয়ে তামুক এক সিলিম।
এই গভীর রাতে শানিত লাঙলের ফলায় শিক্ষিত কৃষক দল
বৈধ অবৈধ কিংবা জবর দখলের ভূমি চষে ছিটাচ্ছে মুঠো মুঠো বীজ
আমার চোখের তারায় তখন ঘুম নেমে আসেছে প্রতুল প্রবল
আমি কারো জমি এই শহরে পাইনি লীজ।
আমার তাই চাষাবাদের কোনো বালাই নেই __ শুধু মেঘেদের দেশে উড়ে যাওয়া
শুধু কল্পনার ঘুড়ি উড়িয়ে নিমিষেই তোমাকে পাওয়া
শুধু কদমতলের এক বিকেলের একগুচ্ছ গল্প আর গোলাপের একটি কলি
চোখের দিকে চেয়ে থাকা ___আর লাল নীল পদাবলি।
নির্বাসনে থাকি__তবু সত্তায় ভরে থাকো__চেতনায় সর্বদা বহমান
জল নেই__নদী নেই__ অবগাহনের শব্দে কত কবিতা আর গান।
০২.১০.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।