সুখীমানুষ
বিধান পাল
মূর্তি গড়ে, মূর্তি গড়ার করিগর।
কিছুবা কল্পনা, কিছুবা কালের ধারা
এই নিয়মেই তার মূর্তি গড়ার নেশা, পেশা।
দূর্গা মা'রে গড়ে
গড়ে সে কালী মাতারে
আরো গড়ে গণেশ, আরো কত কতরে।
দিনে দিনে তার নাম হলো, যশ হলো
কত পূজায় কত পার্বণে কত সৃষ্টি করে দিলো।
অনাসৃষ্টি'র ক্ষন এলো
যখন সামনে এলো সপ্তী
সপ্তী'র ব্যাপ্তি গেল চোখ থেকে মনে ছেয়ে।
মূর্তি গড়ে
হয়না লক্ষ্য পুরণ!
সপ্তী বসেছে জুড়ে তার সকল তনুমন।
দূর্গা গড়ে, দেখায় সপ্তীর মত
গণেশ গড়ে, শুড়েও যেন এ সপ্তীরই রূপ!
সংসার ছেড়ে চলে গেল সে দূরে
আপন মনে সে গড়ে মূর্তি, ভাঙ্গে তারে।
হয়না অন্যরূপ, হয়না অন্য কিছু!
সপ্তী গেছে কোথায় কে জানে
সপ্তীর ব্যাপ্তিখানিই শুধু এখন তার সকল প্রাণে।
মূর্তি গড়ে গড়ে সে ভরায়ে দিলো বন
সকল মূর্তি সপ্তীর ছায়া, সপ্তীরই মতন।
১-১০-০৯, ঢাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।