আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে আহম্মকলীগ!!! কিভাবে দিনকে রাত আর রাতকে দিন করো....

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... হায়রে আহম্মকলীগ! হায়রে আহম্মকলীগ!! হায়রে আহম্মকলীগ!!! মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে ট্রেনে আগুন ও ডাক বাংলোয় ভাংচুরের মামলার আসামি করা হয়েছে। খোকনের আইনজীবী নাজমুল কাদের টিটো বুধবার আদালতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ দিকে লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে পুলিশের করা আবেদনের শুনানি নরসিংদীর বিচার বিভাগীয় হাকিমের আদালতে চলছে। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে গত ১ নভেম্বর রাতে মুখোশধারী সন্ত্রাসীরা হত্যা করে। এর পরপরই ঢাকায় থেকে গ্রেপ্তার করা হয় জেলা বিএনপির সভাপতি খোকনকে।

৫৪ ধারায় আটক দেখিয়ে তাকে রিমান্ডে চেয়ে পরদিন আদালতে আবেদন করে পুলিশ। লোকমানকে হত্যার পরপরই বিক্ষুব্ধ জনতা নরসিংদীতে ডাক বাংলো ভাংচুর করে। পরদিন একটি ট্রেনে আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনায় আলাদা দুটি মামলা করে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় নেতা খোকনকে এখন সেই মামলার আসামি করা হলো।

লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই মো. কামরুজ্জামান যে মামলাটি করেছেন, তাতে আসামির তালিকায় খোকনের নাম নেই। ১৪ আসামির অধিকাংশই ক্ষমতাসীর আওয়ামী লীগের নেতা-কর্মী। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাউদ্দিন বাচ্চুও রয়েছেন। বিএনপি দাবি করে আসছে, হয়রানির উদ্দেশ্যে খোকনকে এ মামলায় জড়ানো হয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের অন্তর্কোন্দলেই লোকমান নিহত হয়েছে।

ডাকসুর সাবেক জিএস খোকনের মুক্তি চেয়ে মঙ্গলবার ঢাকায় মানববন্ধন করেছে '৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক দল ছাত্রনেতা। ট্রেনে আগুন-ভাংচুরের মামলায় খোকন আসামি আওয়ামীলীগ এভাবে কি দিনকে রাত আর রাতকে দিন করবে.... তোমরা কি নিজেরাই নিজেদের ধ্বংসের ফাঁদ তৈরী করছো না? নাকি ধরেই নিয়েছো আর কোনো সরকার এদেশে আসবে না? আর যদি তাই ভাবো তাহলে বলবো তোমরা বোকার স্বর্গেই বাস করছো। এখনও সময় আছে তোমরা নিজেদেরকে শুধরে নাও না হলে ভোটে আমরা তোমাদের শুধরে দেওয়া ক্ষমতা রাখি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.