আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক সংষ্কৃতিতে মহা পরিবর্তনের আভাস

দেশের রাজনৈতিক সংষ্কৃতিতে এক মহা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। গত কয়েক দিনের ঘটনা এমনই এক বিশ্বাস এবং কল্পনার আভাস দিচ্ছে মনে। বাংলাদেশের রাজনীতি দোষারোপের রাজনীতিতে ভরপুর, জন্মঅবধি তা দেখে আসছি। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেলেন, তার সাথে কিন্তু ছিলেন প্রতিদ্বন্দ্বি শামীম ওসমান। অবশ্য শামীম পরিবর্তনের শুরুটা করেছিলেন ফল ঘোষণার পরদিনই।

সংবাদ সম্মেলনে তিনি আইভীকে ছোট বোন সম্বোধন করে তার শুভ কামনা প্রত্যাশা করেন (সত্যি বলতে এমনটাই ভাবছিলাম যে, আইভী কিংবা শামীম কেউ অপরজনের কাছে যাক, অভিনন্দন জানাক-সান্তনা দিক)। অবশেষে আমার এ বিশ্বাসের কলি প্রস্ফুটিত হলো। পরিবর্তনের এ ধারা যদি নারায়ণগঞ্জের নগররাজনীতি থেকে জাতীয় রাজনীতির গায়ে ছোঁয়া দেয় তবে কেমন হবে? দেশ, দেশের ১৬ কোটি মানুষ উপকৃত হবে- একথা নিসন্দেহে বলা যায়। আমরা কী কল্পনা করতে পারি না, এমন একটি দিন আসবে যেদিন খালেদা জিয়া-শেখ হাসিনা কোন নির্বাচনের ফল নিয়ে ‘কারটুপি’ বা এ জাতীয় শব্দ পরিহার করে শামীম বা আইভীর মতো প্রতিপক্ষকে অন্তদিলের আওয়াজ দিয়ে কাছে টানতে সক্ষম হবে! দেশের উন্নয়নে এক সাথে কাজ না করলেও সহযোগিতা করবে? না, বাড়িয়ে বলা নয়, দেশের অতি সাধারণ মানুষ, যারা কোন দিন কোন সরকারের কাছে কোন কিছু প্রত্যাশা করে না, তাদের চাওয়টাও এমন, তারাও অনুধাবন করে দেশের উন্নতি হোক, পরবর্তী বংশধর সুন্দরভাবে বেঁচে থাকুক। কেন আমরা প্রতিপক্ষের ভাল কথাও হজম করতে পারিনা? দলাদলী, দুর্নীতি, লুটপাট- এই সব অপকীর্তির বেহালাবস্থা থেকে বেরিয়ে এসে কি দেশের উন্নয়নে সহযোগিতার হাত প্রশস্ত করা যায় না? পরবর্তী প্রজন্মের কাছে কেমন বাংলাদেশ রেখে যাচ্ছি আমরা? তারা কি আমাদের গালি দেবে ‘রেখে গেছ কয়েক কোটি বাঙালী মানুষ করনি?’ না, আমরা মানুষ হতে চাই।

মানুষ করতে চাই পরবর্তী প্রজন্মকে। মালয়েশিয়া হতে না পারি অন্তত বাংলাদেশের বর্তমান অবস্থা থেকে তো উত্তোরণ হবে! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.