আমাদের কথা খুঁজে নিন

   

ইহুদি ধর্ম ০৬ / দশ আজ্ঞা

অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net ইহুদি ধর্মের মূলে রয়েছে ‘দশ আজ্ঞা’। আর এই দশ আজ্ঞার সাথে সরাসরি যুক্ত মোজেস। ঈশ্বর মোজেসকে ‘মাউন্ট সিনাই’ এ ডেকে নিয়ে ইস্রাইলি জাতির জন্য সবসময় অনুসরণীয় ও পালনীয় যে দশটি বধান দিয়েছিলেন ইহুদি ধর্মে ও বাইবেলে তা ‘দশ আজ্ঞা’ নামে পরিচিত। দশ আজ্ঞা: আমি (ঈশ্বর) ব্যতীত তোমাদের আর কোন প্রভু নেই।

আমার কল্পনায় জলে, স্থলে অ আকাশে কোন কিছুর আকৃতিতে প্রতিমূর্তি খোদাই বা তৈরিব করা ও তাতে পূজা ও সেবা করবে না। অপ্রয়োজনে ঈশরের নাম উচ্চারন করবে না, অপ্রয়োজনে ঈশ্বর নাম উচ্ছারণকারীকে ঈশ্বর শাস্তি থেকে রেহাই দেন না। সাবাৎ দিনটির কথা স্মরণে রাখবে ও এর পবিত্রতা রক্ষা করবে। সপ্তাহে ছয়দিন পরিশ্রম করে শেষ দিনটি (শনিবার) ঈশ্বরের জন্য সাবাৎ নির্ধারিত রেখে পূর্ণ বিশ্রাম নেবে। তোমার পিতামাতাকে সম্মান ও গৌরব আরোপ করবে যাতে যে প্রতিশ্রুত পবিত্র ভূমি পরমেশ্বর তোমাকে দিচ্ছেন সেই দেশভূমিতে তুমি যেন দীর্ঘজীবি হও।

নরহত্যা করবে না। ব্যাভিচার করবে না। অপহরন করেবে না। তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে না। তোমার প্রতিবেশির ঘরের প্রতি ভোল করবে না।

প্রতিবেশির স্ত্রী, তার দাসদাসী, তার বলদ গাধা, তার কোন কিছুরই প্রতি লোভ করবে না। ‘দশ আজ্ঞা’ দেওয়ার পর ঈশ্বর মোজেসকে ইস্রাইলি জীবনযাত্রার পরিচলনার জন্য এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়তায় মোজেসর কাছে আরো কিছু নিয়মনীতি ঘোষণা করেন। এই সকল নিয়ম-নীটির সংখ্যা ৮৬টি। এই ৮৬ টি নিয়ম-নীতির ভিত্তিতেই পরবর্তী সময়ে ইস্রাইল দেওয়ানি ও ফৌজদারি আইন ব্যবস্থার গোড়াপত্তন হয়। নিয়ম-নীতিগুলোকে আইনও বলা যেতে পারে।

তা নিয়ে আর এক দিন আলোচনা করা হবে। মুসলিম আইন থেক ভাল আছে, কিন্তু সব ধর্ম আইনই বাজে। ইতিহাস : ১ ২ ৩ ৪ ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ্ কাল আসবে সাবাৎ: চলবে………… সূত্রঃ বিশ্বের ধর্ম পরিচিতি ( ডঃ মোঃ শাজাহান কবির) অনেকেই বলেছে ইহুদি ধর্ম টা কেমন? কি আছে তাহার মাঝে? সবার এই ধারনার জন্য আমার এই লেখা। কেউ যদি এটা বিশ্বাস করেন আহলে নিজ দায়িত্ব নিয়ে বিশ্বাস করবেন। এর জন্য আমি দায়ি থাকব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।