আমাদের কথা খুঁজে নিন

   

ইহুদি ধর্ম / ৪

অন্ধ বিশ্বাসী নই। www.lekhok.com www.lekhok.net ১ম পর্ব ২য় পর্ব ৩য় পর্ব আলোকপ্রভার উৎস সন্ধানে নিকটে গিয়ে দেখেন, এক গায়েবি আওয়াজ তাকে নিকটে যাওয়ার জন্য বারন করছে। পায়ে জুতা ব্যবহার করতে না করছে পবিত্র স্থান দায়িয়ে থাকার কারনে, যেখানে জুতা ব্যবহার করা যায় না। মোজেস তার পূর্বপুরুষদের সাথে যে ঈশ্বরের সাক্ষাত হয় তা তখন বুঝতে পারেন। এবং এক গায়েবি শব্দ থেকে মোজেস তার হিব্রু জাতির মুক্ত করার আদেশ পান।

আর শুনতে পান ভবিষ্যতে এই পর্বতে তিনি এবং হিব্রুরা এক সাথে প্রার্থনা করবেন। মোজেস গায়েবির পরিচয় জানতে চাইলে, শুনতে পান, ইনিই সেই ঈশ্বর যা সর্বশক্তিমান 'জিহোভা' বা ইয়াহুয়াহ। মোসেজ জিহোভার নিকট থেকে তার বড় ভাই অ্যারন কে মুখপাত্র করার আদেশ পান। এবং জিহোভার প্রতিনিধি রূপে হিব্রু বা ইস্রাইল দের মিসরীয় দাসত্ব মুক্তির আদেশ পান। মোসেজ তার শশুর জিথর এর নিকট ঘটনা গোপন করে শুধু মিসরে তার জাতির সাথে দেখা করার অনুমতি চান এবং তা পান।

মোজেস মিসরে আসেন, তখন মিসরের রাজা ছিল দ্বিতীয় রামসেস। রামসেস বালক বয়সে সিংগাসনে বসে ৬৭ বছর রাজত্ব করেছিলেন। মোসেজ ও অ্যারন ফেরাউ রাজা রামসেস এর নিকট ইস্রাইলিদের মুক্তি এবং স্বদেশ প্রব্যাবর্তনের প্রার্থনা করেন। রামসেস তা প্রত্যাখ্যান করেন। মোসেজের আবেদনের পর হিব্রু উপর অত্যাচার নির্যাতন বেরে যায়।

এমন সময় মিসরে নীল নদ বন্যা হয়, যার দরুন জোসেফ তার জাতি নিয়ে মিসর থেকে পালিয়ে যাতে পারে। (** এখানে বিভিন্ন ধর্মে বিভিন্ন মত রয়েছে) তারা সিনাই পর্বতের নিচে আস্তানা গরে এবং সেই আস্তানা থেকে নিজ ভূমি কেনানে (প্যালেস্টাইন) ফিরে যায়। ইতিহাস এই পর্যন্ত। কাল থেকে আশা রাখি ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ নিয়ে লেখব। চলবে………… সূত্রঃ বিশ্বের ধর্ম পরিচিতি ( ডঃ মোঃ শাজাহান কবির) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।