আমাদের কথা খুঁজে নিন

   

নিজের অজ্ঞতা.......

আমি এখনো আমাকে চিন্তে পারিনি। আমার আমি তে সিক্ত হয়েছি আমি বারে বার কখনো রিক্ততা, কখনো তিক্ততা, মিলে মিশে একাকার আশার চাদরে, ক্লান্তির কাতরে, নিমিশে ধূলোয় মিশেছে ধুসর স্বপ্ন আমার। আমি কার? কে আমি? প্রশ্ন আমার হতাশা, নাকি সম্ভাবনা কি পরিচয়ে আমি তবে নিজেকে সাজাবো অকাতরে আমি নিজের সত্যতা নিজেকে জানাবো। তোমার কাছে আমার একটি আবেদন “নিজেকে না বুঝে অন্যকে বুঝুন” শব্দটির মায়া ছেড়ে অব্দটির কাছে গিয়ে প্রতিজ্ঞা করুন। হয় একটু বুঝে, না হয় একটু কম বুঝে তোমার তুমি কত টুকু বুঝেছ? যদি হয় উত্তর জি না, তাহলে দরকার কি জানার, অন্যের চুলায় হাড়ি বসেছে কিনা। তাহলে আমি কি বলতে পারি না তোমার অজ্ঞতায়, অবশেষে তোমার কাছে স্বীকৃত হয় তোমার অবিজ্ঞতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.