আজ শ্রাবণ সন্ধ্যায় পেলাম তোমার আমন্ত্রন । যাবে কি অনেক দূরে,মাটির ঐ ভেজা গন্ধে । দেহখানি মিশিয়ে দেব আজ বৃষ্টির ঐ রন্ধে - মাতাল হাওয়ায় উড়ে যাবে দেহের বসন অপেক্ষার দ্বার খুলে যাবে আজ মানবেনা কোন বাধা কঠিন কোন শাসন । দেখ দূরে ঐ নীলকন্ঠী পাখি করুন সূরে মিনতি করে সাথীরে শুধায় লও আরো কাছে ডাকি। তিমির অন্ধকারে ,যেওনা আমায় ছেরে। রাত যে রয়েছে প্রহরে-প্রহরে বাকি । একলা আমি যদি অভয় না তুমি , কোমনে কাটাই বলো দীর্ঘ এ রজনী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।