``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
শ্রাবণ
মেঘের কোন এনাটমি নেই
শাওনের সন্ধ্যারঙ বিকেল ভেঙে আগে আগে
খুনে যে মেয়েটি হেঁটে গেলো অতিধীর
উন্মুক্ত মেঘেদের কাছে,
সারি সারি লাশ আর সংসার পেছনে ফেলে
দেখালো কি ভেজা পা-
পাজামা ইষৎ তুলে?
যদিও দেখেনি কেউ; সবাই দেখলো শুধু-
জলের স্বাচ্ছন্দ্য মেখে শেমিজের লাল এনাটমি
কী ভয়ানক মিশে গেলো
ঈভের স্তব্ধ শরীরী ছাঁদে!
সে কি জানে-
শ্রাবণের ডাঙর জলে
কখনো অবজ্ঞা দেখাতে নেই?
চৈতণ্যের কার্নিশ ভেঙে শিরশিরে চোখে তখন
কবিও পুরুষ হয়,
আদিম! #
(২৬/০৭/২০০৭)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।