স্বাপ্নিক মানুষ খুঁজে ফিরি সত্য ও সুন্দরের আশায় আমার হৃদয় আজ তোমার হৃদয় খুড়েঁ , শান্তি খুজেঁ অর্হনিশ , আমার কানে বাতাসের সাথে ভেসে আসে তোমার দরদীয়া সুর , নাটোরের বনলতা সেনের মত আমি আর বলতে পারি না " এতদিন কোথায় ছিলেন " আমার চোখ শুধু খুজেঁ বেড়ায় হাজার চোখের ভিতর , যে চোখে কেবল স্বপ্নই পায় ঠাইঁ ; যেখানে কেবল জলের ঢেউ ভাঙে নিরন্তর , যেখানে আজও টিকে থাকে এক দারুচিনি দ্বীপের স্বপ্ন .... উৎসর্গ : যার অনুপ্রেরণায় আবার লিখছি জনৈক বারো বছরের বালক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।