তুমি আমার শীতের সকাল
গায়ে জড়ানো চাদর।
তুমি আমার শিশির কণা
মুক্তা মাখানো হাসি।
তুমি আমার রাতের আধার
গত হওয়া স্মৃতি।
তুমি আমার পূর্নিমা চাঁদ,
চেয়ে থাকি শুধু।
তুমি আমার তারার আলো,
দু'চোখ জুড়ানো স্বপ্ন।
তুমি আমার আলো আধার
হতাশার জাল বুনা,
তুমি আমার ঝরঝর বৃষ্টি,
শুষ্ক মরুতে প্রনের ছোয়া।
তুমি আমার এক মূহুর্ত,
প্রশান্তির আভা,
তুমি আমার গাছের আড়াল,
প্রখর রোদে ছায়া।
তুমি আমার ঝর্না ধারা,
জীবনের একটু প্রশান্তি
তুমি আমার আশার আলো
দূর হয়ে যায় ক্লান্তি।
তুমি আমার বিশাল আকাশ
সাগরের জল রাশি,
তুমি আমার রঙ্গীন স্বপ্ন,
ছুতে পারিনি।
তুমি আমার প্রিয় মানুষ,
প্রতিটি রক্ত কণা,
তুমি আমার জীবন মরন,
রঙ্গীন স্বপ্নে বুনা আল্পনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।