আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নগুলো আমার মত

বলার মত কিছু নাই

এই বছরে দুইটা খুব ভালো লেকচার শুনলাম। একটা হল Neil deGrasse Tyson-এর। যা শুনে আমার চিন্তায় একটা বড় পরিবর্তন এসেছে। আগে আমি ভাবতাম, এই মহাবিশ্বের আকারের সাথে আামাদের তুলনা করলে- আমরা কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ! নিজেকে অনেক ছোট মনে হত। কিন্তু নিল বললেন অন্য কথা।

তার মতে, মহাবিশ্ব এত বড়, আর আমরা তার একটা অংশ- এর অর্থ আমরা একটা অনেক বিশালত্বের অংশ- আমরা নিজেরও বিশাল। আর নিজের এই বিশালত্ব জানার মধ্যেও একটা মজা আছে। আমার কাছে এটা ছিল খুব নতুন, আর খুব উৎসাহ পাওয়ার মত একটা কথা। আগে মনে হত, আমি এত ক্ষুদ্র যখন, তখন আমার পক্ষে সব ইচ্ছা, সব স্বপ্ন পুরণ করা সম্ভব না! কিন্তু Neil-এর লেকচার আমাকে নতুন একটা পথ যেন দেখাল। এরপর শুনলাম কার্নেগী মেলন ইউনিভার্সিটির প্রফেসর Randy Pausch (১৯৬০-২০০৮)-এর জীবনের শেষ লেকচার।

আমার যতদুর মনে পরে, somewhereinblog-এর-ই কোন এক ব্লগ থেকে এটার ব্যাপারে জানতে পারি(ব্লগারকে অসংখ্য ধন্যবাদ, আমি পরে ধন্যবাদ দেয়ার জন্য আর খুঁজে পেলাম না!...আমার স্মৃতি শক্তি খুবি খারাপ)। আর আজ সেটা দেখার পর আমি এতটাই মুগ্ধ যে, আমার মনে হচ্ছে যে আমি Neil-এর লেকচারের পর যে নতুন পথটা দেখতে পেয়েছিলাম, সেটা যেন আরো এখন আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি। লেকচারের একটা বড় অংশ ছিল, Randy-র ছোটবেলার স্বপ্নগুলো আর সেগুলো সে কিভাবে সত্যিতে পরিনত করেছিল। শুধু তাইনা, কিভাবে অন্যের জীবনের স্বপ্ন পুরণের চেষ্টা করেছিল- আমার দেখা সবচেয়ে ভাল লেকচারগুলোর মধ্যে একটা। কেউ দেখতে চাইলে YOUTUBE-এ "Randy Pausch's Last Lecture" খুঁজে দেখতে পারেন।

লেকচারটা দেখার পর চিন্তা করে দেখলাম, আমার ছোটবেলায়ে কি কি স্বপ্ন ছিল: ১.খুব ভালো ফুটবল খেলোয়ার হওয়ার (১৯৮৬-এ ম্যারাডোনার খেলা দেখে...আমি তখন ক্লাস ২-এর ছাত্র) আর ম্যারাডোনার সাথে দেখা করা। ২. পর্যটক হওয়ার (পর্যটক শব্দটা আমি জানতাম না, শুধু জানতাম দুনিয়া ঘুরে বেড়াব) ৩. উড়োজাহাজে চড়ার ৪. স্পাইডারম্যান হওয়ার ৫.টিচার হওয়ার (তখন যতটা না মহৎ উদ্দেশ্য, তার থেকেও বড় ছিল ছাত্র পিটানোর ইচ্ছা) আর কি...আর কি...?আর কিছু মনে পরছে না। আমার এই স্বপ্নগুলোর কতটা পুরণ করতে পেরেছি? ১. জীবনেও ভালো ফুটবল খেলোয়ার হতে পারবনা, কিন্তু এখনো সুযোগ পেলেই ফুটবল খেলি। কিন্তু, ম্যারাডোনার সাথে কবে দেখা হবে, আদৌ হবে কিনা কে জানে? আশা করতে দোষ কি? ২. পুরোপুরি পর্যটক হতে পারিনি, কিন্তু দেশ-বিদেশ ঘুরে বেড়ানো হচ্ছে। ৩. সেই হিসাবে উড়োজাহাজটাও চড়া হয়ে গেছে।

৪. স্পাইডারম্যানতো কখনোই হতে পারবনা, জানি না কিভাবে এই স্বপ্ন পুরণ হবে, হয়েতোবা স্পাইডারম্যানের একটা কসটিউম কিনে পরব...হা হা হা। ৫. টিচার হওয়ার পথেই আছি....এখন যতটা না ছাত্র পিটানোর জন্য, তার থেকেও বড় দেশের ছাত্র-ছাত্রীদের কিছু শিখানোর জন্য (এর ফাঁকে যদি একটু পিটিয়েও নেওয়া যায়ে আর কি )। ছোটবেলার এই স্বপ্নগুলোর সাথে আরো কত স্বপ্নযে তৈরি হয়েছে, তার-ও শেষ নাই। এক সময়ে মনে হত আমি মনে হয়ে সেগুলো পুরণ করতে পারবনা। কিন্তু এই দুইটা লেকচারটা দেখার পর মনে হচ্ছে, আমি পারব- পারতেই হবে।

কোন একদিন না হয়ে আবার নতুন স্বপ্নগুলোর কথা বলব। আজকে এতটুকুই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।