স্মৃতিরও ভিড়ে হারিয়ে যায় মন আধারে। আমার নানা রঙের স্বপ্নের রাজপ্রসাদ ভেঙে চুরে হারিয়ে গেছে মেঘের আড়ালে।
যখনই দুঃখগুলো সুখ হতে চায়
ফেরারি সে সুখ শুধু পালিয়ে বেড়ায়
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
তোমাকে ঘিরে আমার স্বপ্ন ছিলো
আশা ভালোবাসা ছিলো
স্বপ্নগুলো হলো এলোমেলো
লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো কজনা
সুখ সেতো কাঁটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো কেন এলোমেলো
তোমায় বুকে ধরে আমি হয়েছি উদাসি
কত না স্বপ্ন এ মন দেখেছে
তোমাকে ছাড়া আমি আজ রয়েছি একাকি
বিরহ মেঘেরা আকাশ ছেয়েছে
তবু লোকে বলে দুঃখ ছাড়া সুখ মেলে না
এক জীবনে সুখি হয় বলো ক’জনা
সুখ সেতো কাটাঘেরা ফুলেরই মালা
ভালোবাসা কেড়ে নিয়ে দেয় সে জ্বালা
সুখ যত ছিলো এ হৃদয় গভীরে
অবহেলা দিয়ে তুমি নিয়েছো কেড়ে
কি করে ভুলেছো তুমি এই আমাকে
ভুলিনি আমি তোমাকে
স্বপ্নগুলো হলো এলোমেলো
——————
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।