আমাদের কথা খুঁজে নিন

   

রুনির চেয়ে দল বড় : ময়েস

গত মৌসুমের পর থেকেই রুনির সম্ভাব্য দলবদল নিয়ে গণমাধ্যমে গুঞ্জন চলছে। এরই মধ্যে পায়ের পেশির (হ্যামস্ট্রিং) চোটের কারণে দল থেকে ছিটকে পড়ে এশিয়া সফরে থাকা ম্যানইউ থেকে দেশে ফিরে এসেছেন এই ইংলিশ তারকা।
তবে রুনিকে বিক্রি করার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন ময়েস। অন্তত এই গ্রীষ্মে রুনিকে ছাড়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন তিনি। আর রুনিকে নিয়ে গণমাধ্যমের এতো 'বাড়াবাড়ি' পছন্দ হচ্ছে না তার।


“ম্যানচেস্টার ইউনাইটেড কোনোভাবেই শুধু ওয়েইন রুনিকে ঘিরে নয়। ম্যানচেস্টার ইউনাইটেড পুরো দল নিয়ে। ”
“হ্যা, আমরা এখন তার বিষয়ে কথা বলছি ঠিকই কিন্তু এই ফুটবল ক্লাবটির চেয়ে রুনিকে আমি কখনোই বেশি গুরুত্বপূর্ণ মনে করি না,” যোগ করেন তিনি।
রুনিকে দলে রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হলেও ময়েস এটাও নিশ্চিত করেছেন যে, রেড ডেভিলসে আগামী মৌসুমে রুনি হবেন তার দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার।
ডাচ তারকা রবিন ফন পার্সিকে প্রথম পছন্দ হিসেবে নিশ্চিত করে ময়েস বলেন, “ওয়েইনের বিষয়ে আমার সিদ্ধান্ত হলো, যদি কোনো কারণে রবিন ফন পার্সি চোটগ্রস্ত থাকলে তাকে (রুনি) আমাদের প্রয়োজন হবে।

আমি সম্ভাব্য সব বিকল্পই হাতে রাখতে চাই। ”
তবে রুনি আগামী মৌসুমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী বলেন, "আমাদের চেষ্টা করতে হবে রুনিকে দিয়ে যত বেশি সম্ভব গোল করানো। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.