আমাদের কথা খুঁজে নিন

   

রুনির কারিশমায় এমইউর জয়

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়েছে। এমইউর হয়ে দুটো গোলই করেন ওয়েইন রুনি।

 

ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রুনি। এক কথায় গোলটা ছিল দুর্দান্ত। মাঝ বৃত্তের কাছাকাছি থেকে, ডান পায়ের জোরালো শটে ওয়েস্ট হ্যামের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।

 

৩৩ মিনিটে আবার এই ফরোয়ার্ডের লক্ষ্যভেদ এবং তাতে তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটি জিতলেও ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকতে হচ্ছে ম্যান ইউকে। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.