আমাদের কথা খুঁজে নিন

   

রুনির জন্য ম্যান ইউর অপেক্ষা

গত শনিবার নরউইচ সিটির বিপক্ষে কুঁচকির চোটের জন্য খেলতে পারেননি রুনি। টটেনহ্যামের মুখোমুখি হওয়ার আগের দিনও তারকা স্ট্রাইকারকে নিয়ে শতভাগ নিশ্চিত হতে পারেনি ম্যান ইউ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ম্যান ইউর কোচ ডেভিড ময়েস বলেন, “আমাদের অপেক্ষা করতে হবে। সে (রুনি) আজকে অনুশীলন করেনি। আগামীকাল তাকে পরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে।



রুনিকে নিয়ে তা-ও সংশয় আছে। তবে রবিন ফন পার্সিকে নিয়ে কোনো সংশয় নেই। উরুর চোট থেকে সেরে উঠতে না পারায় বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে নামতে পারবেন না এই ডাচ স্ট্রাইকার।

ফন পার্সি প্রসঙ্গে ময়েস বলেন, “ফন পার্সি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। আশা করি পুরো সেরে উঠতে তার বেশি সময় লাগবে না।



দুই দলের জন্যই বুধবারের ম্যাচটা গুরুত্বপূর্ণ। ১৯ ম্যাচ থেকে ম্যান ইউ ও টটেনহ্যামের সংগ্রহ ৩৪ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ম্যান ইউর অবস্থান ষষ্ঠ।

বুধবার মাঠে নামতে হবে ইপিএলের বাকি ১৮ দলকেও। ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল স্বাগত জানাবে কার্ডিফ সিটিকে।

এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি খেলবে সোয়ানসি সিটির মাঠে।

তৃতীয় চেলসিকে (৪০ পয়েন্ট) আতিথ্য দেবে সাউথহ্যাম্পটন। চতুর্থ এভারটন (৩৭) খেলতে যাবে স্টোক সিটির মাঠে। আর পঞ্চম লিভারপুল (৩৬) ঘরের মাঠে খেলবে হাল সিটির বিপক্ষে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.