আমাদের কথা খুঁজে নিন

   

রুনির আশা ছাড়লেন মরিনিয়ো

দলবদলের শুরু থেকেই ইংল্যান্ড তারকা রুনিকে দলে টানার চেষ্টা করছিলেন মরিনিয়ো। কিন্তু গত সোমবার ওল্ড ট্রাফর্ডে ম্যানইউ-চেলসি ম্যাচের পর এটা পরিষ্কার কয়ে যায় রুনি আর দল ছাড়তে চাইছে ননা।
শুক্রবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে উয়েফা সুপার কাপ হারার পর রুনিকে আনার প্রসঙ্গে মরিনিয়ো বলেন, "না না, তাকে নিয়ে দু'পক্ষের আলোচনা ফুরিয়েছে। "
"স্যামুয়েল (ইতো) আমাদের আক্রমণভাগের ধার বাড়াবে। সে একজন অভিজ্ঞ খেলোয়াড়," রুনির বিকল্প হিসেবে নেয়া ক্যামেরুনের এই ফুটবলারের প্রশংসা করেন তিনি।


রুনি আসি আসি করেও না আসায় হতাশ হননি মরিনিয়ো। বরং তিনি মনে করেন, একজন খেলোয়াড়ের তা-ই করা উচিত যা তিনি তার ক্যারিয়ারের জন্য ভালো মনে করেন।
"না, আমি এতে কিছু মনে করছি না। প্রত্যেকেরই তার জীবন, তার ভবিষ্যৎ নিয়ে ভাবনা আছে। আমি তা সম্মান করি।

"
এর আগে চেলসি কোচ দলবদলের শেষ মুহূর্ত পর্যন্ত রুনিকে দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। ইংলিশ ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিন ২ সেপ্টেম্বর।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.