আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল বিজয়ী রালফ স্টাইনমান তিনদিন আগেই মারা গেছেন

আমি দেখেছিলাম তাকে..ছোট্র নদীর বাকে.. ২০১১ সালের চিকিৎসাশাস্ত্রে যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের একজন রালফ স্টাইনমান তিনদিন আগেই মারা গেছেন। সোমবার নোবেল কমিটি তার নাম ঘোষণার পরপরই এ খবর পাওয়া গেছে। তিনি অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন। রোগপ্রতিরোধ নিয়ে গবেষণার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। মৃত ব্যাক্তিদের সাধারণত নোবেল পুরস্কার দেয়া হয়না।

তবে নোবেল কমিটি জানিয়েছে, পুরস্কার ঘোষণার সময় তারা স্টাইনমানের মৃতু্ সম্পর্কে জানতেন না। খবর-বিবিসি। । এর আগে সোমবার সুইডেনের স্টকহোমে ২০১১ সালের চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার পাওয়া তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে। তারা হলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুস বয়েটলার, লুক্সেমবার্গের জুলস হফম্যান আর কানাডার রালফ স্টাইনমান।

মানবশরীরের রোগ প্রতিরোধক ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে এই তিনজনের যৌথ গবেষণা অভিনব এবং চিকিত্সাবিজ্ঞানকে তা আরও এগিয়ে নিয়ে যাবে—পুরস্কার ঘোষণার পর কারণ হিসেবে এ কথাই বলেছিলেন জুরিরা। এ বছরের প্রথম নোবেলজয়ী হিসেবে এই তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি। পুরস্কারের মোট অর্থ ১০ লাখ আট হাজার মিলিয়ন ইউরো। ::খবরটি-বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমার থেকে পাওয়া:: ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.