কবিতার প্রতি আমার ঝোঁকটা অনেক পুরোন। সেই ঝোঁকের বসে মাঝে মাঝে দু-একটা কবিতা আমি লিখে ফেলি। একদিন আমার কবিতা পড়ে এক বড় ভাই বললেন, তুমি ব্লগে আস। ব্লগে অনেকে অনেক লেখা লিখে। পড়লে শিখতে পারবা।
আরো ভাল লিখতে পারবা। এই ভাবে বাংলা ব্লগের জগতে আমার পদার্পণ। শুরুতেই আমি একাউন্ট খুলি দেশের সবচাইতে বড় ব্লগ কমিউনিটি ‘সামহয়্যারইনব্লগ’ এ। কিন্তু আজ আমি লজ্জিত এই ব্লগে আইডি খোলার জন্য। কারণ, অনেক আগের থেকেই অনলাইন জামাতীদের পৃষ্ঠপোষক হিসেবে ‘সামু’ ব্লগের বিরুদ্ধে অভিযোগ আছে।
আর আজকে ‘সামু’ কর্তৃপক্ষ যা করল তা এক কথায় নিন্দনীয়। একজন ব্লগারের আইডি তারা কোন ভাবেই তাঁকে কোন নোটিশ না দিয়ে ডিলেট করে দিতে পারেন না। একজন লেখকের এতে কি কষ্ট হয় তা আমি খুব ভাল ভাবেই বুঝতে পারি।
পরিশেষে আমি বলতে চাই, আমি চাই না যে অন্য কারো কথায় আমার আইডিটি ডিলেট করা হোক। আমি চাই আমার আইডি আমি নিজে ডিলেট করতে।
সামু ব্লগ থেকে নিজে থেকে সরে যেতে। কারণ, ঘাড় ধাক্কা খাওয়ার অভ্যাস আমার নেই। এই বিষয়ে কর্তৃপক্ষে একান্ত সাহায্য কামনা করছি। প্লিজ, আমার আইডিটি ডিলেট করে দিন। :/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।