কর্মসূত্রে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া সীমান্তে থাকি, তাই সীমান্ত পথিক কবি নামে অকবিতাকে কবিতা বলে চালানোর ধৃষ্টতা দেখাই। কালের প্রহসন কখনো বড় হাস্যকর হয়ে উঠে।
আলো-আঁধারের বৈপরীত্ব
এসে দাঁড়ায় সমান রেখায়।
চেনা-অচেনা আর আপন-পরের বিভেদ
দেখা দেয় পীড়াদায়ী মরীচিকা হয়ে।
অভ্যস্ত জীবনে অনভ্যস্ত ছায়া এসে পড়ে।
এমন অস্থির ক্ষনগুলোর জন্ম
মিথ্যা,হিংসা,লোভ আর পাপের নোংরা গর্ভে।
নিত্যই আলোমুখী আমাদের জীবনে,
কিছু আঁধারের জন্ম হয় ভুল অভিসারে।
লোলুপ,লম্পট আর হিংস্রতার চোয়াল মেলা
সে আঁধার জাতক মাত্রই আলো গ্রাসী।
তোমার-আমার যত সুস্থ্য সুন্দর অর্জন।
তাকে ঘিরে এসব নোংরা জাতকের রক্ত লালা ঝরে।
নিজেদের নপুংসক বীভৎসতা আড়ালে
এদের কুৎসিত আবয়বে এখন সুশীল মুখোশ।
নিজেদের নাম,পিতৃ পরিচয় বা মাতৃ সম্ভ্রম
এরা এখন আর মানবতার সামনে তুলে ধরে না,
তুলে ধরেনা বিদ্যার নামে অর্জিত মিথ্যা ফিরিস্তি।
আঁধারের গহীনে সেঁধিয়া যাওয়া শেকড়
আর সত্যকে বিক্ষত করাই এদের অবলম্বন।
তাই হে মানবতা,
হে সুস্থ্য সুন্দর সততা,
প্রস্তুতি নাও আরো একটি মনস্তাত্বিক যুদ্ধের।
পৃথিবী কে তোমরা আলো দেবে না আঁধার,
সে দায় এখন তোমার বিবেকের দুয়ারে।
আগামীর সুর্যকে সত্য না মিথ্যা দেবে,
সে সিদ্ধান্ত নিতে হবে আজ এখনি।
উন্নত না অবনত মস্তকে বাঁচবে তুমি
ভেবে নিতে হবে তা এমনি অসময়ে।
আমি লড়াইয়ে নেমে গেছি একলাই।
কারন,এ লড়াই শুধু তোমার নয়,আমারও। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।