আমি একজন সাধারন মানুষ। শেয়ার করেন পোস্টটি ,ছড়িয়ে দিন এই কথাগুলো ।
বিবেককে করুন জাগ্রত ।
হয়তোবা বলবেন বেশি বুঝি, না বেশি বুঝি না......
কথাটা আগে আপুদেরকেই বলি আপুরা ইদানিং আপনারা অনেকে লাভ রিলেসান টিকিয়ে রাখতে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক স্থাপন করছেন প্রেমিকের সাথে.অনেকে বলেন
... এইটা আধুনিকতা.কিন্তু ওই ছেলেটার সাথে বিয়ে হবে এইটার কি নিশ্চয়তা আছে ??
আপনার অন্য যায়গায় বিয়ে হলো.মা হলেন আপনি. আপু কল্পনা করেন একটা বাচ্চা আপনার সন্তান যে জানবে তার মা পবিত্র তার মা পাপী না
যে ভাববে আপনাকে যে আপনি তার পবিত্র আশ্রয়স্থল.
কিন্তু আপনি তা না.সে হয়তো জানলো বড় হয়ে. সে কি কষ্ট পাবে না.বা না জানলো আপনি কি তার মা ডাক শুনে নিজের থেকে লুকাতে চাইবেন না ???
আপু শুধু চিন্তা করেন নিজের মার কথা.দেখেন তো খারাপ কিছু মাথায় আসবে না.কল্পনা করেন কিছু জানলেন.কেমন কষ্ট লাগবে কাউকে বুঝাতে পারবেন ও না.
আপু বিবেককে কাজে লাগান.
প্লিজ আপুরা আপনারা সচেতন হন.
,এখন ভাইইয়াদের পালা। অনেক ভাইয়ারা আপুরদের সাথে লাভ রিলেসান টিকিয়ে রাখতে বিয়ের আগেই শারীরিক সম্পর্ক স্থাপন বা করেন করতে বাধ্য করেন বা বাধ্য হন !!!
।
অনেকে বলেন এইটা আধুনিকতা। কিন্তু ওই মেয়েটার সাথে বিয়ে হবে এইটার কি নিশ্চয়তা আছে ?? মেয়েটাকে নষ্ট করলেন নিজেও নষ্ট হলেন
আপনার অন্য যায়গায় বিয়ে হলো। বাবা হলেন আপনি। ভাইয়া কল্পনা করেন একটা বাচ্চা আপনার সন্তান যে জানবে তার বাবা একজন ভালো লোক ।
যে ভাববে আপনি তার পবিত্র আশ্রয়স্থল।
কিন্তু আপনি তা না।
মনে রাখবেন
''জন্মদাতা হওয়া সহজ ; কিন্তু পিতা হওয়া বড় কঠিন ''''
শুধু চিন্তা করেন নিজের বাবার কথা। দেখেন তো খারাপ কিছু মাথায় আসবে না। কল্পনা করেন কিছু জানলেন। কেমন কষ্ট লাগবে কাউকে বুঝাতে পারবেন ও না !!!!
ভাইয়ারা বিবেককে কাজে লাগান... একজন আদর্শ পিতা হতে চেষটা করুন ...একজন আদর্শ পিতাই পারেন নিজের সন্তানকে প্রাণ দিয়ে ভালবাসতে 'শাসন করতে ।
প্লিজ ভাইয়ারা আপনারা সচেতন হন.. অনুরোধ রইল ছেলে হিসেবে ....... ©
*****
যাহারা বিবাহ পুর্ব শারীরিক সম্পর্ক সমর্থন করে, তাহাদের নিজের বাবা মা কে অসৎ অসতী বলিয়া মানিয়া লওয়া উচিত্, আমাদের কাছে নিজের মা বাবার চরিত্র যেমন পবিত্র আমাদেরও আপন সন্তানকে পবিত্র চরিত্র উপহার দেওয়া উচিত্, আমরা যদি আপন সন্তানের বিশ্বাসের সাথে প্রতারনা করি, কে কহিতে পারে, বাবা মা অনুরুপ প্রতারনা করেন নাই আমাগো সাথে?
*****
.......ফেসবুক থেকে পাওয়া। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।