সত্য সুন্দরকে ব্রত করি জীবনে
বিবেক টিবেক কিচ্ছু নয়, ওসব অদেখা অজানা বিষয় নিয়ে মাথা ঘামানো কোন বুদ্ধিমানের কাজ নয় । যা কিছু দেখা যায় , পাওয়া যায় সে সবের অনেকটাই পাওয়া হোল না , হায়রে মানব জনম ! হায় হায় মাতম তুলতে তুলতে গলা শুকিয়ে যাচ্ছে ।
আমরা ছুটছি , শুধু ছুটছি বললে ভুল হবে দৌড়ুচ্ছি সব শক্তি দিয়ে , কে কার আগে যেতে পারি , পেতে পারি উঁচু পদ । পদ টাই সব ; পদ মানে পা হতে পারে আবার পদ বাংলা ব্যকরনের বিষয় হতে পারে । যাই হোক না কেন ।
গায়ে সজারুর চামড়া আঁটা , ছুটছি পাশের জনকে কাঁটা ফুটিয়ে পিছিয়ে রেখে দুর্দান্ত বেগে ছুটছি ।
এই ছোটাছুটির হৈ চৈ এর মাঝে পড়ে যায় বিশ্বজিত দাস অথবা ঘোষ ; নামে কি যায় আসে ? সে নিজেই যখন চলে গেছে না ফেরার দেশে, ঐ নামের আর কি প্রয়োজন ! আমরা নিরীহ গোবেচারা ভান করে গা বাঁচিয়ে নিরাপদ দূরত্বে সরে বাঁচি ।
কিন্তু আজ যদি আমি হতাম বিশ্বজিতের মা ( আল্লাহ্ না করুক) ! কোথায় সরে কোথায় লুকিয়ে গিয়ে বাচঁতাম ? বাঁচতে পারছে কি বিশ্বজিতের মা ? যে তান্ডবলীলা দেখে অচেনা অজানা বিশ্বজিতের জন্য আমরাই সুস্থভাবে বাঁচতে পারছি না, অসুস্থ অস্বাভাবিক লাগছে ।
ইচ্ছে হচ্ছে বিশ্বজিতের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি , আমরা অধম অক্ষম । আমরা আপনার ছেলেকে রক্ষা করতে পারিনি ।
সে সাহসও নেই । ভীরু জঘন্য মানুষ বুকভরা হীনমন্যতা নিয়ে সুশীল সমাজের অংশ হয়ে ইস্ত্রী করা পরিপাটি পোষাক পরে বিচরন করছি ।
ইতিহাস এক সময় কথা বলবে , আমাদের স্বাক্ষী রেখে বলবে এইসব অলক্ষুনে অভিশপ্ত দিনের কথা । বলবে এক নিরাপরাধ অসহায় যুবক কিছু রক্তপিপাসুদের জিঘাংসায় কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হোল, বলবে সেদিন মানুষ নামের কিছু প্রানী সেখানে ছিল এবং হায়েনাদের পৈশাচিক উল্লাসে ভীত সন্ত্রস্ত হয়ে বিশ্বজিতের আর্তনাদকে অবজ্ঞা করেছিল ।
ইতিহাস কিছু ক্ষমা করে না , তবে আমরা ইতিহাসের রাজসাক্ষী হতে লালায়িত হতে চাই না ।
আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের সামনে কি রাখছি, কি নিয়ে ওরা বেড়ে উঠবে ?
আমরা কি এখনই স্বীকারোক্তি লিপিবদ্ধ করে রাখবো সব সহায় সম্পত্তির সাথে যে আমরা বিবেকবর্জিত, কাপুরুষ ? আমাদের উত্তরাধিকারদের জন্য ।
এটা বিজয়ের মাস , এটা অর্জনের মাস সে কথাটা মনে রাখতে চাই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।