আমায় কেউ চিনবে না তোমরা
অতি সাধারণ আমি আর আমার কিছু স্মৃতি-
সেই কবে কে যেন এক বৃষ্টির বিকেলে পিছু নিয়ছিল
আর আমি দেখছিলাম আড়চোখে
সামনের রাস্তায় কে যেন একজন উদাস মুখে
পায়চারী করত...
হঠাৎ বৃষ্টিতে নেমে গেল একবার ভিজতে আর
চিৎকার করছিল -ভালবাসি.......ভালবাসি......
একদিন ঘরে ফিরে দেখি, আমার জন্য
কেউ পাঠিয়েছে একটা কিছু !
খুলতেই দেখি সব সবুজ
হালকা, গাঢ়, কালচে , নীলচে, লালচে সব সবুজপাতা।
লিখা তাতে-
"এক সবুজের মাঝে কত রঙ দেখতে কি পাও ? "
কত যুগ পার হয়ে গেল !!
যত বেশী ঝাপসা হয় তত বেশী স্পস্ট হয়ে আসে
সব, সবকিছু...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।