আমাদের কথা খুঁজে নিন

   

বুঝেছি হারিয়ে শিক্ষার গুণ

myLx বুঝেছি হারিয়ে শিক্ষার গুণ আমার তো ইচ্ছে করে আবার জম্নি এই ধরনী তরে কেন রে তোরা বুঝিস নি তা শুধু শিক্ষার শিখরে পৌছতে পারিনি বলে শিক্ষায় মানুষ জ্ঞানী হয় গুনি হয় সে কর্মে শিখে কেউ আসেনা ভূবনে তা অর্জন করে জম্মে , শিক্ষা অর্জনে আজ জ্ঞানীদের আবিষ্কার এতো কিছু ? আহ! দবিদ্রে জম্মেছি বলে শিক্ষা অর্জনে রহিয়াছি পিছু সততার মুকুট মহাশুন্য মনে হয় অবাক পৃথিবীকে সভ্যতার যুগ পেয়ে ও অসোভনীয় আচরনে, তাই অলি বলেছেন শুনো হে লক্ষèীটি আর্দশ জীবন পিরিয়ে আনো ছাড়ো দুনীতি, তা হলে থাকবে না এ জীবন অবহেলা স্বাধীনতা পাবে , পিরে পাবে না নিজ বেলা। এই ছাড়া আরাদনা কর হে নবীন সদায় সর্গে থাকিবে মিলিবে সুখ যদিও হও প্রবীণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.