আমাদের কথা খুঁজে নিন

   

বুঝেছি নদী নক্ষত্র জল আকাশের তারা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

বুঝেছি নদী নক্ষত্র জল আকাশের তারা শাফিক আফতাব তখন বাস্তবতা বুঝিনি, বুঝেছি নদী নক্ষত্র জল আকাশের তারা আর তারার ঝিলিক, সমীরণের উদ্দামতা আর বর্ষার ভেজা রাত আর কাশফুলদিন___ উড়েছি হাওয়ায় হাওয়ায় আর বুনোউদ্দামে আর একঝাক বলাকার আকাশে ওড়ার দৃশ্য দেখেছি, বুঝেছি দিঘির জলের শান্ত নীরবতা__ কিশোরীর এলোচুল বাতাসে কীভাবে ওড়ে ? আর বাতাসের ঝাপটায় ঢাকনা খুলে গেলে যুবতীর সুদৃশ্য বুক কেমন কোমল দেখায় ! তখন বাস্তবতা বুঝিনি, মিছেয় সৃদকষা অঙ্ক কষে গণিতে লেটার পাওয়া, বাজার বেলা বাবা কেনো মাকে বকতেন, তেনের শিশি মা কেনো লুকিয়ে দিতেন বাজারব্যাগে, বুঝিনি বিঘা প্রতি কত মন ধান হয়, এখন বুঝি__ আপনাই জেনে যাই, চালের দাম কেজি প্রতি কত বাড়লো মূদ্রাস্ফিতি কাকে বলে, প্রবৃদ্ধির হার কত__সুদঘুষ কাকে বলে, মানুষ খাদ্যে কেনো ভেজাল দেয় ? এখন আর নীল আকাশ দেখিনা, দেখি কুয়াসাময় আকাশ কেমন ধূসর ! এখন জেনে গেছি জীবন আর প্রেমের মৌল পার্থক্য__ মানুষ কেনো যুদ্ধ যুদ্ধ খেলা করে ? মানুষের স্বপ্ন কেনো হারিয়ে যায়? ১৯.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.